চলতি সপ্তাহে নতুন তিনটি সিনেমার সঙ্গে মুক্তির দ্বিতীয় সপ্তাহেও পর্দায় চলছে দুই নারীর লড়াইয়ের গল্প। জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ দ্বিতীয় সপ্তাহেও চলছে মাল্টিপ্লেক্সগুলোতে, আর এ বছরের অস্কার নির্বাচিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ দেখা যাচ্ছে কেবল স্টার সিনেপ্লেক্সে। এছাড়াও শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। সেগুলো হল ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘সাবা’ ও ‘উদীয়মান সূর্য’ সিনেমাগুলো। আরও দেখা যাচ্ছে হলিউড সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ । যেই সিনেমায় অভিনয় করেছেন অস্কারজয়ী তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। দ্বিতীয় সপ্তাহেও মাল্টিপ্লেক্সগুলোতে চলছে জয়া আহসানের ‘ফেরেশতে’ সিনেমা। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমার নয়টি শো চলছে। সিনেমার প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজধানীর স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে চলছে বাংলাদেশ ওই ইরানের যৌথ প্রযোজনার সিনেমা ‘ফেরেশতে’। লায়ন সিনেমাসে দুপুর সাড়ে ১২টা,...