এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের শিরোপা জয়ে অভিনন্দন জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ উইকেটের জয়ের পর এক্স–এ তিনি লিখেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর।ফল একই—ভারতের জয়! ক্রিকেটারদের অভিনন্দন। ’ মোদির এই বার্তায় সাড়া দিয়েছেন ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব। এএনআই–কে তিনি বলেন, ‘দেশের নেতা যখন সামনে থেকে খেলেন, তখন ভালো লাগে। মনে হয়েছে উনি স্ট্রাইক নিয়ে রান তুলছেন। সামনে স্যার দাঁড়িয়ে থাকলে খেলোয়াড়রা অবশ্যই আরও মুক্তভাবে খেলতে পারে। ’ তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো দেশ এখন উদযাপন করছে। দেশে ফিরে আমরা আরও অনুপ্রেরণা আর প্রেরণা পাবো ভালো করার জন্য। ’ তবে শিরোপা উৎসবে বড় বিতর্ক দেখা দেয় ট্রফি গ্রহণকে ঘিরে। ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন...