ক্যাম্পে রিপোর্টিং সোমবার। মঙ্গলবার থেকে জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়বেন হাভিয়ের কাবরেরা। শুরু থেকেই তার নজর থাকবে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের দিকে। তরুণ এই ডিফেন্ডারকে তিনি ঠিকঠাক পরখ করে নিতে চান ক্যাম্পের অনুশীলনে। ২৮ জনের প্রাথমিক দলের কলেবর বেড়ে হয়েছে ২৯ জন। মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হোসেন শান্তকে ডেকেছেন কাবরেরা। এ পর্যন্ত ক্যাম্পে যোগ দিয়েছেন ২০ জন। ক্যাম্প ঘিরে ক্লাবগুলোর খেলোয়াড় না ছাড়ার সেই পুরোনো অতীত ফিরে এসেছে আবারও। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সময় বসুন্ধরা কিংস তাদের খেলোয়াড় ছেড়েছিল দেরিতে। এবার সেই পথে হেঁটেছে মোহামেডান। প্রাথমিক দলে জায়গা পাওয়া ছয় জনকে তারা ছাড়েনি এখনও! টিম ম্যানেজার আমের খান অবশ্য জানিয়েছেন, মোহামেডান তাদের ছয় খেলোয়াড় সুজন হোসেন, মেহেদী হাসান মিঠু, জাহিদ হোসেন শান্ত, শাকিল আহাদ...