ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা প্রসঙ্গে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুকে স্বাগত জানানোর সময় একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি কি মনে করেন শিগগিরই গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব? উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, আমি খুবই আত্মবিশ্বাসী।’ ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজা ও মধ্যপ্রাচ্যের জন্য যুক্তরাষ্ট্র একটি নতুন ২১ দফা শান্তি পরিকল্পনা তৈরি করেছে। যদিও পরিকল্পনার বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে এর কয়েকটি মূল প্রস্তাব উঠে এসেছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রস্তাবিত পরিকল্পনায় একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথরেখা অন্তর্ভুক্ত রয়েছে। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে...