হবিগঞ্জের মাধবপুরে অভাবের তাড়নায় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক মা। উপজেলার আদাউর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রফুল্ল দাস প্রায় ২০ বছর আগে স্ত্রী যোগমায়া দাস ও তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাসকে রেখে মারা যান। এরপর থেকেই অভাব অনটনে চলছিল তাদের সংসার। সংসারের গ্লানি টানা নিয়ে মা ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার সকালে অভিমানী মা-ছেলে বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মা ও ছেলের মৃত্যু হয়। প্রতিবেশীরা জানান, মূলত অভাবের কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মাধবপুর থানার এসআই বিজয় দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হবিগঞ্জের মাধবপুরে অভাবের তাড়নায় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক মা। উপজেলার আদাউর...