নীলফামারীতে আগামী ১২ অক্টোবর থেকে এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে, যেখানে মোট ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিশুর সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৫০৫ এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভুত শিশু ১ লাখ ৭৯ হাজার ৩২ জন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী শহরের ইপিআই মিলনায়তনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। সভার সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম।...