প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদ্রোগ দিবস পালিত হয়। ২০২৫ সালের প্রতিপাদ্য বিষয় ছিল-‘আমাদের হৃদয়ের জন্য জায়গা তৈরি করি’ (Make Room for the Heart) এই বছরের আহ্বান হলো-‘হৃদয়ের জন্য স্থান তৈরি করে সবার জন্য নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা।’ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (অও), রোবোটিক্স, এক্সো-স্কেলেটন এবং দূরবর্তী কাজের যুগে হৃদ্স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।এই দিবস আমাদের মনে করিয়ে দেয়- প্রযুক্তি হোক সহায়ক, কিন্তু হৃদয়ের যতœ নেওয়াই হোক জীবনের মূল প্রতিশ্রুতি। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যা আমরা হার্ট অ্যাটাক নামে চিনি, এমন একটি অবস্থা যখন হঠাৎ করে হৃদ্পেশির কোনো অংশে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে ওই অংশ অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যায়।একটি দ্রুত শনাক্ত ও চিকিৎসা-সাপেক্ষ জরুরি অবস্থা।কারণসবচেয়ে সাধারণ কারণ হলো করোনারি ধমনীতে চর্বি, কোলেস্টেরল ও অন্যান্য...