দুর্গা বাঙালির একান্ত আপনজন, ঘরের মেয়ে উমা। সনাতন হিন্দুধর্মাবলম্বী বাঙালির কাছে দুর্গা বিপত্তারিণী দেবী হিসেবে বেশি পরিচিত। বাংলায় এমন কোনো জনপদ নেই, যেখানের হিন্দু সম্প্রদায়ের মধ্যে দুর্গতিনাশিনী মা দুর্গার উপস্থিতি নেই। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব বা পার্বণই হলো শারদীয় দুর্গোৎসব। দুর্গা পৌরাণিক দেবী। তিনি আদ্যাশক্তি, মহামায়া, শিবানী, ভবানী, দশভুজা, সিংহবাহিনী নামেও পরিচিত। বারোয়ারি থিম পূজার দৌলতে দেবী প্রতিমা আর চালচিত্রের হাল আজ যেমনই হোক না কেন, পূজার সাবেকিয়ানায় বিশ্বাসীরা নিশ্চয়ই বলবেন, এ মোটেই হালকা করে নেওয়ার বস্তু নয়। অষ্টমীর অঞ্জলি বা নবমীর ধুনুচি নাচের মতোই বনেদি বাড়িগুলোতে পূজার অপরিহার্য অঙ্গ ছিল চালচিত্র। ছিল, আছে এবং থাকবে বলেই মনে হয়। চালচিত্র ছাড়া বাড়ির পূজা যেন অকল্পনীয়! শুধু তাই-ই নয়, ধর্মীয় তাৎপর্যের জায়গাটুকু বাদ দিলেও, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার দীর্ঘকালীন...