আসুরিক গুণসম্পন্ন মহিষাসুর ব্রহ্মার নিকট থেকে বর লাভ করেছিল যে, কোনো পুরুষশক্তি তাকে বধ করতে পারবে না। নিজেকে অজেয় শক্তির অধিকারী ঘোষণা দিয়ে দৈবগুণ সম্পন্ন দেবতাদের ওপর আক্রমণ করে এবং তাদের জীবনকে ত্রাহি ত্রাহি করে তোলে। দেবতাদের বিতাড়িত করে স্বর্গ থেকে। এমন অন্যায়-অত্যাচারীর ক্ষমতা বেশি দিন থাকে না। আসুরিক অত্যাচার থেকে মুক্তি লাভের জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরসহ দেবতারা এক হয়। তাদের তেজ এক সঙ্গে পুঞ্জীভূত হয় এবং সে তেজ থেকে অপূর্ব রমণীয় এক নারী মূর্তির সৃষ্টি হয়। তিনিই হলেন জগজ্জননী দুর্গা।শ্রীশ্রী দুর্গা মায়ের প্রতিমা কাঠামোতে মায়ের সঙ্গে আছে সুর বা দেবশক্তি-লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ; চালচিত্রে আছেন- মঙ্গলকারী শিব; পদতলে আছেন- আসুরিক শক্তি মহিষাসুর। দেবী দুর্গার সঙ্গে বর্ণিত সবার পূজা করা হয়। সমাজে চার শ্রেণিরÑ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র লোকজনের...