নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের ইজিবাইক চালক আকবর ফকির (৬০) কে গলাকেটে ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে হত্যা মামলার রহস্য উদঘাটন করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত গ্রেপ্তার আসামির নাম বাবু সরদার (৫৯)। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকার ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার সড়াতলা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তার বাবু ফকির স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান,‘জমিজমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবত তার (অভিযুক্তের) স্ত্রীকে শারিরিক নির্যাতন, অভিযুক্তের শ্বাশুড়িকে (অভিযুক্তের বাড়িতে বেড়াতে এসে রাতে ভিকটিমের বাড়িতে ঘুমাতে গেলে) ধর্ষন চেষ্টা এবং অভিযুক্তের কন্যা...