ভারত অধিনায়ক হাসিমুখে প্রবেশ করতেই স্বদেশি সাংবাদিক আনেন ট্রফি না পাওয়ার প্রসঙ্গ। সূর্যকুমার বলেন, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, যখন থেকে ক্রিকেটকে অনুসরণ করা শুরু করেছি, তখন থেকে এমনটা কখনো দেখিনি যে একটি চ্যাম্পিয়ন দলকে ট্রফি পেতে বাধা দেয়া হয়েছে। মানে, সেটাও আবার এত কষ্ট করে জেতা একটা টুর্নামেন্ট। আমরা ৪ তারিখ থেকে এখানে (গতকাল রোববার) একটা ম্যাচ খেললাম। দু’দিনে পরপর দুটো ভালো ম্যাচ খেলেছি। আমি মনে করি আমরা এর যোগ্য ছিলাম, এবং আমি এর বেশি কিছু বলতে পারছি না।’ বিষয়টা আসলে কী হয়েছিল এ প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক পরিষ্কার করেন, এসিসিপ্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে চায়নি তার দল। তবে অন্য কারো হাত থেকে ট্রফি নিতে প্রস্তুত ছিলেন তারা। সেজন্য মাঠে অপেক্ষাও করেছেন, কিন্তু...