বিভিন্ন দেশের খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশের স্পিনার নিশিতা আক্তারকে নিয়ে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের উদীয়মান খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি নারী অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন নিশিতা। ২০২৩ সালের নভেম্বরে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৫ বছর বয়সে ওয়ানডে অভিষেক হয় তার। এখন পর্যন্ত দেশের হয়ে ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন । এবারের বিশ্বকাপে অভিষেক হবে নিশিতার। আইসিসি জানিয়েছে, ‘বল অনেক বেশি টার্ন করতে পারেন অফ-স্পিনার নিশি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জাহজারা ক্ল্যাক্সটনকে দারুণ এক ডেলিভারিতে আউট করেছিলেন তিনি।’ আইসিসির প্রকাশিত উদীয়মান খেলোয়াড়দের তালিকায় আরও আছেন- জর্জিয়া ভল (অস্ট্রেলিয়া), অ্যালিস ক্যাপসি (ইংল্যান্ড), ফ্লোরা ডেভনশায়ার (নিউজিল্যান্ড), ইমান ফাতিমা (পাকিস্তান), দিউমি বিহাঙ্গা (শ্রীলঙ্কা), অ্যানেরি ডারকসেন (দক্ষিণ আফ্রিকা) এবং ক্রান্তি গৌড় (ভারত)। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে...