এছাড়া এ ঘটনায় সেনাবাহিনীর ১ মেজরসহ ১৬ সদস্য ও গুইমারা থানার ওসি ৩জন আহত হয়। ঘটনার পর থেকে গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধে রাঙামাটির সাথে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা ,পানছড়ি, মাটিরাঙাসহ ৯ উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জরুরী সেবা ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে জুম্ম ছাত্র-জনতার অবরোধে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গত শনিবার শুরু হওয়া অবরোধ তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেইট, স্বনির্ভর, জিরো মাইলে পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। ১৪৪ ধারার মধ্যে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীা সদস্যরা। এদিকে সাজেকে আটকে পরা ৫১৮ জন পর্যটককে সেনা নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। সোমবার দুপুরে তারা খাগড়াছড়ি...