ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সেখানে গাজা শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। ট্রাম্প বলেন, গত সপ্তাহে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে আলোচনার পর গাজায় প্রায় দুই বছরের যুদ্ধের অবসান, হামাস কর্তৃক বন্দী জিম্মিদের মুক্ত করা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে নিরস্ত্র করার জন্য একটি চুক্তি কার্যকরভাবে সম্পন্ন হয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। রোববার (২৮ সেপ্টেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এক পোস্টে সম্ভাব্য অগ্রগতির কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবাই প্রথমবারের মতো বিশেষ কিছুর জন্য প্রস্তুত। আমরা এটি সম্পন্ন করব। তবে সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু আশাবাদের খুব কম কারণ দেখিয়েছেন। গত শুক্রবার জাতিসংঘে দেয়া এক ভাষণে তিনি হামাসের বিরুদ্ধে...