এ বি ওয়ালীউদ্দিন আহমেদ চৌধুরী (ওয়ালী চৌধুরী) মূলত একজন পেশাদার ফ্যাশন ডিজাইনার। প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে তিনি দেশের ফ্যাশন জগতে কাজ করে আসছেন। তাঁর ডিজাইন করা পোশাক পরে দেশের শীর্ষস্থানীয় মডেলরা বারবার প্রশংসিত হয়েছেন। ওয়ালীর প্রতিটি ডিজাইনে দেখা যায় উচ্চমানের কাপড়, সলিড রঙের চমৎকার কম্বিনেশন, আভিজাত্য এবং ব্যক্তিত্বের প্রকাশ। ২০১১ সালে তিনি প্রথম আয়োজন করেন বাংলাদেশের ইয়াং ফ্যাশন ডিজাইনারদের নিয়ে ব্যতিক্রমধর্মী প্রদর্শনী “ডিজাইনারস কালার হুইল প্রেজেন্টেশন”। অনুষ্ঠানে অংশ নেন দেশের শীর্ষ মডেলরা। উপস্থিত ছিলেন ফ্যাশন আইকন বিবি রাসেল, প্রয়াত ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী শম্পা রেজাসহ অনেকে। একইসঙ্গে তিনি একটি ফ্যাশন শো আয়োজন করে ব্যাপক সাড়া ফেলেন। এরপর থেকেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ওয়ালী চৌধুরীর নাম বিশেষভাবে আলোচিত হতে শুরু করে। ফ্যাশন ডিজাইনে পড়াশোনা শেষ করে তিনি শুরুতে...