ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা সরকার। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কানাডার পাবলিক সেফটি মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারী এ ঘোষণা দেন। দেশটির ক্রিমিনাল কোড অনুযায়ী এই ঘোষণা কার্যকর হলো। এর ফলে কানাডায় বিষ্ণোই গ্যাংয়ের যেকোনো সম্পদ- নগদ অর্থ, যানবাহন বা সম্পত্তি জব্দ বা বাজেয়াপ্ত করা যাবে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন গ্যাং সদস্যদের বিরুদ্ধে আরও কঠোরভাবে মামলা পরিচালনা করতে পারবে, বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো অপরাধে। একই সঙ্গে সন্দেহভাজন গ্যাং সদস্যদের কানাডায় প্রবেশে অভিবাসন কর্তৃপক্ষ বাধা দিতে পারবে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, কানাডায় সহিংসতা ও সন্ত্রাসের কোনো স্থান নেই, বিশেষ করে এমন কর্মকাণ্ড যেগুলো নির্দিষ্ট সম্প্রদায়কে ভয় ও আতঙ্কে রাখার উদ্দেশ্যে পরিচালিত হয়। কানাডার আইনে এখন দেশটির নাগরিকদের জন্য বিষ্ণোই গ্যাংয়ের কোনো...