স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে বিকাশ ও বিজ্ঞানচিন্তার যৌথ উদ্যোগে চট্টগ্রাম ও বরিশালে অনুষ্ঠিত হলো বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। এতে প্রায় ৯০টি স্কুলের ১২০০ শিক্ষার্থী অংশ নেয়। ঢাকা, রংপুর ও রাজশাহীর পর চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বরিশালের বিএম স্কুলে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীরা প্রায় ১০০টি উদ্ভাবনী ও গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শন করে। এর মধ্যে সেরা ১৯টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় দুই বিভাগে মোট ৪২ জন শিক্ষার্থী বিজয়ী হয়। উৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক ড. এ.কে.এম মাইনুল হক মিয়াজী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস ও ড. মো. খোরশেদ...