সাকিব আল হাসানের গতকালকের ফেসবুক পোস্টের রেশ থামার নামই নিচ্ছে না। পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিবের ফেসবুক পোস্টের পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছিলেন। কিছুক্ষণ পর সাকিবও আরেকটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এবার কারও নাম উল্লেখ না করে আজ আরেকটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ। নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্টে আসিফ লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।You know who.(ইউ নো হু)।' তাঁর পোস্টে আরও লেখেন, ‘যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠেনা। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা...