খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ। সেখানকার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ শামস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চ। বিবৃতিতে বলা হয়, পাহাড়ে তিনজন নিহতের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যেভাবেই হোক, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে কোন ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। কিভাবে ৩ জন মানুষ নিহত হলো এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বাধীনতা সুরক্ষা মঞ্চ জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাহাড়ের এ ঘটনায় ভারত বা ফ্যাসিস্ট গোষ্ঠী ব্রাশফায়ার করেছে, এ অস্ত্র বাইরে থেকে এসেছে। এমন তথ্য যদি সত্য হয়, তাহলে বিষয়টি উদ্বেগজনক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং পাহাড়কে স্থিতিশীল করতে...