আমেরিকার বাইরে নির্মিত সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার তাঁর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। এর ফলে বিশ্বব্যাপী হলিউডের ব্যবসায়িক ‘মডেল’ বড় ধরনের সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের অভিযোগ, অন্যান্য দেশ ‘শিশুদের কাছ থেকে ক্যান্ডি চুরির মতো’ আমেরিকার চলচ্চিত্র শিল্প চুরি করে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘এই দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য আমি আমেরিকার বাইরে নির্মিত সব সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপ করব।’ তবে কোন আইনি ক্ষমতা ব্যবহার করে তিনি এই শুল্ক আরোপ করবেন, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস বা শীর্ষ মার্কিন স্টুডিওগুলো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকেরা মনে করছেন, এর ফলে চলচ্চিত্রের নির্মাণ ব্যয় বাড়বে, যার...