বিশ্বের দক্ষ জনশক্তি, প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী ও পর্যটকদের আকৃষ্ট করতে ভিসা নীতিতে বড় ধরনের সংস্কার এনেছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ সূত্রে জানা যায়,দেশটির পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ (ICP) চারটি নতুন ভিজিট ভিসা চালুর পাশাপাশি বিদ্যমান কিছু ভিসার নিয়ম ও শর্তে ব্যাপক পরিবর্তন এনেছে। এই নতুন ভিসা কাঠামোর লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন, ও বিনোদন খাতে বৈশ্বিক মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করা। আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেন, “বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও আন্তর্জাতিক বাস্তবতা বিশ্লেষণ করে এসব পরিবর্তন আনা হয়েছে।” সংযুক্ত আরব আমিরাতের নতুন চারটি ভিসা হলো: এআই বিশেষজ্ঞ ভিসা: কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিশেষজ্ঞদের জন্য একক বা একাধিকবার ভ্রমণযোগ্য ভিসা। প্রয়োজন হবে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের স্পন্সর। বিনোদন ভিসা: যারা কেবল বিনোদনের উদ্দেশ্যে আমিরাতে আসতে...