এশিয়া কাপ-২০২৫ শেষ হয়েছে। কিন্তু টুর্নামেন্টের রেশ এখনো কাটেনি। ভারত-পাকিস্তানের মধ্যকার বিতর্কিত ঘটনাগুলো যেমন আলোচনার কেন্দ্রে ছিল, তেমনি কিছু নামী-দামি এশিয়ান ক্রিকেটারের হতাশাজনক পারফরম্যান্সও নজর কেড়েছে। সেই ব্যর্থতার খতিয়ান হিসেবেই প্রকাশ করা হয়েছে এবারের ‘ফ্লপ একাদশ’, যেখানে ব্যাট-বল হাতে ব্যর্থদের জায়গা হয়েছে। ওপেনার: সাইম আইয়ুব ও শুভমন গিলএই তালিকার শুরুতেই ভারত-পাকিস্তানের এক জুটি। পাকিস্তানের সাইম আইয়ুব ছিলেন দলের অন্যতম ভরসা। কিন্তু পুরো টুর্নামেন্টে মাত্র ৩৭ রান করেছেন। তার মধ্যে চারবার শূন্য রানে আউট হয়েছেন। এক কথায় দুঃস্বপ্নের মতো পারফরম্যান্স।আরো পড়ুন:৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল-ফাহিমহঠাৎ অবসরের ঘোষণা ক্রিস ওকসের ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল-ফাহিম অন্যদিকে, ভারতের নতুন টি-টোয়েন্টি সহ-অধিনায়ক শুভমন গিল ছিলেন প্রত্যাশার কেন্দ্রে। কিন্তু তিনি মাত্র ১২৭ রান করেছেন, গড় মাত্র ২১।...