নন কনভার্টেবল কমলিটিভ প্রিফারেন্স শেয়ার, নন কনভার্টেবল বন্ড, ডিবেঞ্চারের মতো নন লিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগ ঋণ হিসাবে বিবেচনা করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো-সিআইবি ডাটাবেইজে রিপোর্ট করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে অন্যান্য সম্পদ খাতে প্রদর্শিত ঋণের উপর ধার্য করা সুদ, যা আদায় করা হয়নি; সেগুলোও সিআইবি তে রিপোর্ট করতে হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।আরো পড়ুন:লভ্যাংশ দেবে না দুই কোম্পানিদুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে নন লিস্টেড সিকিউরিটিজ (যেমন- নন কনভার্টেবল কমলিটিভ প্রিফারেন্স শেয়ার, নন কনভার্টেবল বন্ড, ডিবেঞ্চার) ক্রমবর্ধমানভাবে বিনিয়োগের উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর নন লিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগ ঝুঁকি গ্রহণযোগ্য মাত্রায় রাখার উদ্দেশ্যে এ ধরনের বিনিয়োগগুলোকে ঋণ হিসেবে বিবেচনা করে...