বিনোদন ডেস্কঃশারদীয় দুর্গোৎসব মানেই কলকাতায় উৎসবের ঢল, আর তারই কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মুখার্জি পরিবারের পূজা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের পূজা ছিল আবেগে ভরা কারণ প্রয়াত দেব মুখার্জির অনুপস্থিতিতে প্রথমবার আয়োজক হিসেবে সামনে এসেছেন তাঁর পুত্র, পরিচালক অয়ন মুখার্জি। এই আবহেই আলোচনার কেন্দ্রে কাজল ও রানি মুখার্জির একসঙ্গে পূজামণ্ডপে আগমন। কলকাতার মুখার্জি বাড়ির পূজায় এর আগেও বহুবার দেখা গেছে দুই বলিউড তারকা রানি ও কাজলকে। তবে এবার তাদের একসঙ্গে দেখা যাওয়া যেন এক টুকরো অতীতকে ফিরিয়ে আনল। পূজার প্রথম দিনেই কাজলের অফ-হোয়াইট শাড়ি ও লাল ব্লাউজ, আর রানির সাদা জামদানি শাড়ি মুগ্ধ করে দেয় উপস্থিত ভক্ত-অনুরাগীদের। পরিপাটি সাজ, মুখে হালকা টিপ, কম গয়না আর স্বাভাবিক হাসি সব মিলিয়ে যেন এক সৌন্দর্যের অনবদ্য বহিঃপ্রকাশ। প্যান্ডেলে উপস্থিত সবার সামনে দুজনকে একসঙ্গে...