ওয়ানডে দিয়ে শুরু, টি-টোয়েন্টিতে সমাপ্তি—আগামী মাসে ঢাকায় বসছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আসর। তবে সূচিতে এসেছে সামান্য পরিবর্তন, বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে।আগামী ১৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে নামবে দুই দল। পরের দুটি ওয়ানডেও একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।এরপর সিরিজ গড়াবে চট্টগ্রামে। নতুন সূচি অনুযায়ী, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।আসন্ন সিরিজটিকে ঘিরে বাড়তি গুরুত্ব দুই দলের কাছেই। কারণ ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তাই এই সিরিজকে শেষ মুহূর্তের প্রস্তুতির অন্যতম মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।বাংলাদেশ দল নিয়ে বুলবুলকে গম্ভীরের বিশেষ পরামর্শবাংলাদেশের সাম্প্রতিক ক্যারিবিয়ান সফরের...