বসুন্ধরা কিংস আগের মতো খেলোয়াড় আটকে না রাখলেও তাদের দেখানো পথে হেটে জাতীয় দলে খেলোয়াড় না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান। রবিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিপোর্টিংয়ের এক ঘন্টা আগে লিখিতভাবে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট। ফলে ৯ অক্টোবর হংকং, চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতির শুরু থেকে পূর্ণাঙ্গ দল পাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা। মোহামেডান খেলোয়াড় ছাড়লেও অবশ্য পূর্ণাঙ্গ দল পেতে ৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতো তাকে। রবিবার তিনি জানিয়েছেন ৬ অক্টোবর ইংল্যান্ড থেকে আসবেন হামজা চৌধুরী। শামিত সোম আসবেন এর একদিন বাদে। শনিবার তিনি প্রকাশ করেছিলেন ২৮ জনের প্রাথমিক স্কোয়াড। আজ মোহামেডান ডিফেন্ডার জাহিদ হাসান শান্তকে ডেকেছেন তিনি। তবে কাল প্রথম মাঠের সেশনে কাবরেরা পাচ্ছেন ২০ জন ফুটবলার। তাতে অবশ্য লাভ হয়নি। শান্তও আগেভাগে যোগ দিতে পারছেন...