আদিবাসী কিশোরী ধর্ষণের বিচার দাবিতে আন্দোলন চলার সময়ই খাগড়াছড়ির গুইমারাতে গুলিবিদ্ধ হয়ে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ মানবাধিকার কর্মীদের দাবি- প্রকৃত তথ্য প্রকাশ করা হোক৷ খাগড়াছড়ির গুইমারায় তিন জন নিহত হওয়ার পর থেকে তিন পার্বত্য জেলায় অবরোধ চলছে। তবে সোমবার দুপুরের পর মহাসড়কে অবরোধ শিথিল করা হয়। জুম্ম ছাত্র-জনতা এই অবরোধের ডাক দিয়েছে। তাদের মুখপাত্র কৃপায়ন ত্রিপুরা ডয়চে ভেলেকে জানিয়েছেন, অবরোধ অব্যাহত থাকবে। তারা গুলিতে তিনজনের মৃত্যুর ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি আছে। আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে রবিবার। বেশ কিছু এলাকাবাসীর আহত হওয়ার কথাও জানায় তারা, তবে আহতের প্রকৃত সংখ্যা জানায়নি। গুইমারা উপজেলার রামসু বাজারে নিহত হওয়া তিন জনের পরিচয় জানানো হয়েছে। তারা হলেন, গুইমারা...