ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নানা ঘটনা প্রত্যক্ষ করছে পাকিস্তান দল এশিয়া কাপের ফাইনাল শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা অভিযোগ করেছেন, ভারত ‘ক্রিকেটকে অসম্মান’ করে চলেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের কর্মকাণ্ডে মাঠে ও মাঠের বাইরে চলমান নানা বিতর্কের মধ্যে এ মন্তব্যে পরিস্থিতি আরও ঘোলাটে হলো। গতকাল রোববার রাতে দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানের দেয়া ১৪৭ রানের সাদামাটা লক্ষ্য ২ বল আগে টপকে ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। খেলার আলোচনা পরে চাপা পড়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে হওয়া নাটকে। প্রথমে ভারত দল মাঠে থাকলেও পাকিস্তান দল ছিল ভেতরে। তারা পরে মাঠে প্রবেশ করলে অতিথিরাও মঞ্চে ওঠেন। সব মিলিয়ে অনুষ্ঠান শুরু করতে লেগে যায় এক ঘণ্টার ওপর। তবে ব্যক্তিগত পুরস্কারগুলো দেয়ার পর চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি না দিয়েই মঞ্চ ছেড়ে চলে যান...