বর্ষা ঋতুর শেষে বাংলাদেশের প্রকৃতিতে শরৎ ঋতুর আগমন। নীলাকাশে সাদা মেঘের ভেলা, নদীর তীরে সাদা সাদা কাশফুলের সমারোহ, শিউলি ফুলের সুগন্ধ ছড়িয়ে বাংলা মায়ের কোলে শারদীয় দুর্গোৎসবের আনাগোনা। ঢাকের বাদ্যে, শঙ্খের সুর-ধ্বনিতে, শ্রীশ্রী চ-ীর শ্লোকের উচ্চারণে, নীল পদ্ম সমর্পণের মাধ্যমে বাঙালি নিজের মাতৃশক্তিকে বরণ করার আয়োজন করেছে। এই শারদীয় আয়োজনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।শ্রীশ্রী চ-ীর অর্গলাস্তোত্রে বলা হয়েছে, ‘জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। / দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোহস্ত তে।’ অর্থাৎ ‘হে দেবী! তুমি জয়ন্তী (জয়যুক্তা), মঙ্গলা (জন্মাদিনাশিনী), কালী (সর্বসংহারিণী), ভদ্রকালী (সুখপ্রদায়িনী), কপালিনী (কপাল হস্তে বিচরণকারিণী), দুর্গা (দুঃখপ্রাপ্তা), শিবা (চিৎ-স্বরূপা), ক্ষমা (করুণাময়ী), ধাত্রী (বিশ^ধারিণী) এবং স্বধা (পিতৃতোষিণী)-রূপিণীÑ তোমাকে নমস্কার। দেবী প্রতি মুহূর্তে এক একটি রূপ ধারণ করতে পারেন। সেজন্য তাঁর অনেক রূপ। এই রূপের...