বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে পরিচালক পদের জন্য মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মোট ৫১টি মনোনয়নপত্র জমা পড়ে। সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনটি মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়। ফলে বৈধ মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টি। বাতিল হওয়া মনোনয়নের মধ্যে অন্যতম ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। তার মনোনয়ন বাতিলের ফলে একই বিভাগ থেকে মনোনয়ন দেওয়া বাকি দুই প্রার্থী— আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। বাকি দুই বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে রয়েছে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।আরো পড়ুন:দুই দিনের মধ্যে নির্বাচক থেকে পরিচালক রাজ্জাকচূড়ান্ত ভোটার তালিকায় ফিরলো বাদ পড়া ১৫ ক্লাব খুলনা থেকে ২টি মনোনয়ন জমা পড়েছে। এই বিভাগ থেকে দুজন পরিচালক হবেন।...