বিশেষ করে নারী ভক্তদের নজরে আসার পর থেকে, অনেকেই নিজের টাইমলাইনে মনের ক্ষোভ আর হতাশা প্রকাশ করে নানারূপ মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি রীতিমতো ভাইরাল। এক নেটিজেন লিখেছেন, ‘আমিও এমন সরি ডিজার্ভ করি’। আরেকজন লিখেছেন, ‘আমার এমন করে সরি বলার মতো কেউ নেই কেন ভাই?’ আরেক ভক্ত তো মনের দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমরা রাগ করলে উল্টা ব্লক কইরা রাইখা দেয়।’ সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখরিত হয় সিনেদুনিয়া। তবে এখনো এ খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। রোববার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, লাল রঙের গোলাপ ফুলের ডালায় সাদা ফুল দিয়ে ইংরেজিতে লেখা ‘সরি’ আর তার পাশেই নজরে আসে আইফোনের নতুন সংস্করণ...