মামলা থেকে বাঁচাতে আওয়ামী লীগ নেতার কাছে চাঁদা চাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। দল থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম অলি আহমদের কাছে মামলা থেকে বাঁচাতে চাঁদা দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হক টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের একাধিক মামলা...