পূবাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন- স্থানীয় তালটিয়া পূর্বপাড়ার বাসিন্দা মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) এবং তালটিয়া বাথানবাড়ীর বাসিন্দা জামান মিয়ার ছেলে লিখন (২১)। দুপুর ১টা ১০ মিনিটে হাবিব পাম্পের সামনে বাইপাস টু গাউছিয়াগামী মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পূবাইল থানার অফিসার ইনচার্জ এসএম আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মেট্রো সদর থানাধীন সালনা এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দক্ষিণ সালনার অটোরিকশাচালক এমদাদুল হক (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন চারজন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা...