আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। ঢাকা বিভাগ থেকে একজনের মনোনয়ন বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন বোর্ডে পরিচালক হতে যাচ্ছেন তারা। বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী, গতকাল বিকেল ৫টা পর্যন্ত ছিল পরিচালক পদের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৫১টি ফরম জমা পড়ে। সবগুলো ফরম যাচাই-বাছাই শেষে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে একটি ছিল ঢাকা বিভাগের আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। তার মনোনয়ন বাতিল হওয়ায় ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া বাকি...