ট্রফি ছাড়াই ভারতীয় খেলোয়াড়দের এশিয়া কাপের শিরোপা উদযাপন এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যেখানে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের লড়াই ছাপিয়ে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নাটকীয়তায়। ম্যাচ শেষে পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাননি ভারতের দুই অপরাজিত ব্যাটার রিংকু সিং ও তিলক ভার্মা। ভারত জানায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে পুরস্কার নেবে না তারা। একই সঙ্গে অনুরোধ করে, এমিরেটস বোর্ডের ভাইস-চেয়ারম্যান খালিদ আল জারুনি যেন তাদের হাতে ট্রফি তুলে দেয়। এসিসি কর্তারা আলোচনা করলেও ফিরিয়ে দেয়া হয় ভারতের অনুরোধ। মহসিন নকভি মাঠে অপেক্ষা করলেও পুরস্কার নিতে যাননি ভারত অধিনায়ক। অনুষ্ঠানের সঞ্চালক সাইমন ডুল জানান, পাকিস্তানের ক্রিকেটারদের পদক দেবেন নকভি।...