২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম বরগুনার পাথরঘাটায় আলেম-ওলামাদের সম্মানে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের মাযহার উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় কয়েক শতাধিক আলেম-ওলামা উপস্থিত হয়ে নুরুল ইসলাম মনির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি নেতার এই আয়োজন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইসলামিক দলগুলো বিষয়টি নিয়ে গাত্রদাহে ভুগছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। এ নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এত বিপুল সংখ্যক আলেম-ওলামার উপস্থিতি বিএনপির পক্ষে একটি শক্ত বার্তা...