শৈশব যেন স্বপ্নের এক রঙিন জগৎ, নির্ভেজাল আনন্দ, কৌতূহল আর খেলাধুলার প্রতিটি মুহূর্ত আবেগ ভরা ভা-ার। জীবনের প্রতিটি স্মৃতি যেন রঙিন ছবির মতো ভেসে ওঠে মনে। সেই স্মৃতির ভেতর একটি বিশেষ স্থান দখল করে আছে দুর্গোৎসব। শৈশবের দুর্গোৎসব কেবল ধর্মীয় আচার ছিল না; এটি ছিল আনন্দ, উৎসব আর মানবিক মিলনের এক অনন্য স্মৃতিচিত্র। যেখানে ধর্মীয় ভেদাভেদ ভুলে আমরা মিলিত হতাম একসাথে। সম্প্রীতির এক অনন্য বন্ধন ছিল। পূজা শুরু হওয়ার অনেক আগে থেকেই মনে অদ্ভুত উত্তেজনা কাজ করত। দুর্গাপূজার প্রায় দুই মাস আগে থেকেই পয়সা জমাতাম মাটির ব্যাংক কিংবা ঘরের বাঁশের খুঁটিতে ছিদ্র করে। প্রতিমা গড়ার কাজ শুরু হতো গ্রামের ম-পে। প্রতিদিন সেখানে যেতাম, দেখতাম কাদা থেকে দেবী দুর্গার ধীরে ধীরে রূপ নেওয়ার বিস্ময়কর দৃশ্য। প্রথমে বাঁশের কাঠামো, তারপর খড়ে ভরাট,...