ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও একসময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটিজেন সাকিবকে সরাসরি ‘দালাল’ আখ্যা দেন। শুধু সাধারণ ব্যবহারকারীরাই নন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরাও সাকিবের পোস্টের কড়া সমালোচনা করেছেন। বিশেষ করে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য ও আহতরা সাকিবের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ ফেসবুকে লিখেছেন—“মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে...