অনেকেই আছেন যারা ছবি ও আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার পরও এখনো ভোটার আইডি (NID) কার্ডের মেসেজ পাননি। কেউ আবার অনলাইনেও সঠিকভাবে স্লিপ নম্বর ও জন্মতারিখ দেওয়ার পর “অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত” বার্তা পাচ্ছেন। এ ধরনের পরিস্থিতিতে হতাশ হওয়ার কিছু নেই—মাত্র ২ মিনিটে আপনি নিজেই ঘরে বসে আপনার NID কার্ড সংগ্রহ করতে পারেন! মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাউজারে গিয়ে https://service.nidw.gov.bd লিংকে প্রবেশ করুন। ২. রেজিস্ট্রেশন করুন‘রেজিস্টার করুন’ অপশনে ক্লিক করে স্লিপ নম্বর অথবা এনআইডি নম্বর লিখুন। (নম্বরের আগে অবশ্যই ‘NIDFN’ লিখে তারপর নম্বর দিন, নইলে ত্রুটি দেখাতে পারে)। এরপর জন্মতারিখ এবং নিচে দেওয়া ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন। পরবর্তী পেইজে বিভাগ, জেলা, উপজেলা ও ঠিকানা দিয়ে ‘ওটিপি পাঠান’ অপশনে ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি কোড দিয়ে লগইন সম্পন্ন করুন। ৪. এনআইডি...