বিসিবি নির্বাচনে রোববার (২৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পর্যন্ত সাজানো-গোছানো অবস্থা ছিল না তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেলের। শেষ মুহূর্তে অন্যতম হাই-প্রোফাইল প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনে অংশ না নেওয়া একটা ধাক্কা। সম্ভাব্য প্যানেলের একজন ভাইটাল মেম্বার কমে যাওয়া। তা পোষাতে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে বিএনপির ৪ বড় নেতার সন্তান ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহীম আহমেদ, ইয়াসির আব্বাস এবং ওমর শরীফ মোহাম্মদ ইমরানকে প্যানেলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরও একটা হ - য - ব - র - ল অবস্থার মধ্যে ছিল তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থি প্যানেল। এতে করে ফাহিম সিনহা থেকে গেলেও প্যানেলের বাইরে পরে গিয়েছিলেন বর্তমান বোর্ডের দুজন পরিচালক ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুরুল আলম। বিএনপিপন্থি প্যানেলে জায়গা না পাওয়া ঢাকার ক্লাব পাড়ার ওই ২ পরিচিত মুখ ইফতিখার...