৯ বছর পর আবারও বদলে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। জন-আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে দলের নতুন লোগো কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে বিশ্লেষকরা মনে করছেন, কেবল লোগো পরিবর্তন করে জামায়াতের রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত ভোটের মাঠে উল্টো ফল দিতে পারে। গত রোববার রাজধানীতে জামায়াতে ইসলামীর আমীরডা. শফিকুর রহমানও স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে দেখা মেলে জামায়াতের নতুন লোগোর, যা নিয়ে হৈ চৈ পড়ে যায় রাজনৈতিক অঙ্গণে। জাতীয় পতাকার আদলে এই নতুন লোগো নিয়ে চলছে ব্যাপক আলোচনা। জামায়াত নেতারা জানান, লোগোটি এখনো চূড়ান্ত নয়। দাঁড়িপাল্লা প্রতীক ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো। এই লোগো দ্রুত প্রকাশ করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘এই লোগো...