উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিই ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘স্টার্টআপ কানেক্ট’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, স্টার্টআপ শুধু কর্মসংস্থান সৃষ্টি ও সমস্যার সমাধানই করে না, বরং নতুন ধারণা ও অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তিনি আশা প্রকাশ করেন, ‘স্টার্টআপ কানেক্ট’ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ভবিষ্যতমুখী সহযোগিতার নতুন বয়ান দেবে। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ৩০ জন শীর্ষ স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও ইকোসিস্টেম নেতা অংশ নেন। নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন অংশীদারত্বের সম্ভাবনা খুঁজে দেখেন। ‘স্টার্টআপ কানেক্ট’ অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের ক্রমবর্ধমান স্টার্টআপ ইকোসিস্টেম তুলে ধরা হয়। দুই দেশের স্টার্টআপগুলো প্রযুক্তিগত...