বিএনপির নির্বাচনী ইশতেহারে সনাতনীসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক দাবি-দাওয়াসমূহ ধারণ করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। মন্দির পরিদর্শন ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সালাহউদ্দিন।সনাতনীসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আপনাদের কিছু দাবি-দাওয়া আমাদের সামনে আগেও দেওয়া হয়েছিল। আমরা এগুলো বিশ্লেষণ করেছি। এ নিয়ে আগেও আপনাদের সাথে কথা হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার প্রণয়নের সময়ে আপনাদের নেতাদের সাথে আলোচনা করে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের যৌক্তিক দাবি-দাওয়াগুলো ধারণ করব। যেমন দেবোত্তর সম্পত্তি, অর্পিত সম্পত্তি, সংখ্যালঘু কমিশন-ফাউন্ডেশন ইত্যাদি প্রতিষ্ঠা করা যায় কিনা। দেবোত্তর ও অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো উদ্ধার করে...