পরিস্থিতির ‘উন্নতি হলে’ ভিসা প্রক্রিয়াও ‘স্বাভাবিক হবে’ বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে সপ্তমী পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, “আমি এখানে সপ্তমীতে অংশ দিয়ে পূজা উদযাপন করতে এসেছি। ভারত ও বাংলাদেশ একইভাবে দুর্গা পূজা উদযাপন করে থাকে। আমরা আশা করি দুর্গা পূজা আমাদের দুই দেশ ও দেশের মানুষের জীবনকে আরো আলোকিত করে তুলবে, উজ্জ্বল ভবিষ্যত বয়ে আনবে।” সাংবাদিকরা ভারতীয় ভিসার বিষয়ে প্রশ্ন করলে প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশ থেকে ভারতে যেতে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে এবং আমরা তা প্রচুর পরিমাণে দিচ্ছি। পরিস্থিতির উন্নতি হলে অন্যান্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে।” জুলাই অভ্যুত্থানে আওয়ামী...