বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী ও রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। তারা বিভিন্ন ইস্যু তৈরি করে সামনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের এদেশের জনগণ চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন এসব কথা বলেন। স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা কেবল একটি উৎসব নয়, এটি অশুভ শক্তি ও অসুরের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশে মানুষ ফ্যাসিবাদ ও অসুর শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। সেই লড়াইয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে, তবে...