পরিসংখ্যানিক সক্ষমতা বৃদ্ধি ও তথ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ প্রকল্প সেবা দপ্তরের (ইউএনওপিএস) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পরিসংখ্যান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। সমঝোতায় সই করেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওপিএস দক্ষিণ এশিয়ার পরিচালক চার্লস চালান। এ অংশীদারত্বের আওতায় পরিসংখ্যানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক তথ্য ব্যবস্থাপনা, জিওস্পেশাল প্রযুক্তির ব্যবহার, এসডিজি পরিবীক্ষণ, যৌথ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রশিক্ষণ ও প্রকাশনার মাধ্যমে জ্ঞান বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে সচিব আলেয়া আকতার নির্ভরযোগ্য, সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যের গুরুত্ব তুলে ধরে...