বিসিবি নির্বাচনে রোববার (২৮ সেপ্টেম্বর) তিন ক্যাটাগরিতে যে ৫১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে তিনজনের মনোনয়ন বৈধতা পায়নি। অর্থাৎ মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কাকতালীয়ভাবে যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা সবাই ক্যাটাগরি ‘১’ মানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার। এর মধ্যে ঢাকা বিভাগের একজন; রেদোয়ান বিন ফারুক (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা), চট্টগ্রাম বিভাগের শওকত হোসেন (চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা) ও রাজশাহী বিভাগের হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)। তিনজনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনে একই কারণ উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, মনোনয়নপত্রে তাদের সমর্থনকারীর কাউন্সিলর ফরমে দেওয়া সইয়ের সঙ্গে মনোনয়ন ফরমে দেওয়া সইয়ের মিল পায়নি নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হলেও ওই তিনজন প্রার্থীর সবার সামনে আছে আপিল করার সুযোগ। জানা গেছে, তিনজনই আপিল করেছেন। আগামীকাল (৩০ সেপ্টেম্বর) সেই...