আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তাবিত উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন ইসলামী দলগুলোর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী সমঝোতা আটকে আছে। বিভিন্ন দল উচ্চকক্ষ ও বর্তমান সংসদে পিআর পদ্ধতির দাবি জানালেও বিএনপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর মেনে নিলেই অনিশ্চয়তা কেটে নির্বাচনী ট্রেনের হুইসেল বাজবে বলে মনে করেন বিএনপি ও ইসলামী দলগুলোর একাধিক শীর্ষনেতা। জাতীয় ঐক্যমত্য কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, ঐক্যমত্য কমিশনের শীর্ষ কর্মকর্তারাও প্রস্তাবিত উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। এখন বিএনপি রাজি হলেই তা আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। যদিও এখন কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা চলছে। একাধিক ইসলামী দলের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে বা নিম্নকক্ষে নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় হওয়ার...