পার্টনারশিপের নাটকীয়তা করে আমদানি-রপ্তানি ব্যবসায়, চেকের মাধ্যমে লেনদেন, বিদেশী সেজে বিশ্বস্ততা অর্জন করতের প্রতারণা চক্র। বিশ্বস্ততার এক পর্যায়ে পবিত্র কোরআন হাতে শপথ করানো হয়। এরপর ব্যবসায়িক প্রলোভনে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। সম্প্রতি এমন একটি প্রতারণার ঘটনায় রাজধনীর পল্লবী থানায় দায়ের হওয়া মামলার তদন্তে বেরিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তাররা হলেন- মাহবুবুর রহমান ওরফে মো. আশরাফুল ইসলাম বাবু (৪৩), আল-আমিন ওরফে আ ন ম রফিকুল ইসলাম (৫৫), রাশেদুল ইসলাম ওরফে আব্দুর রহমান ওরফে মো. রফিকুল ইসলাম রাকিব (৪৯), মো. মাসুদ খান ওরফে বস মাসুদ (৪৩) ও বিলকিস। গ্রেপ্তারকালে প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৭০ লাখ, একটি মাইক্রোবাস, দুটি রাডো, দুটি রোলেক্স ও দুটি ওমেগা ব্র্যান্ডের ঘড়ি,...