চট্টগ্রাম:দেশের প্রধান সমুদ্রবন্দরের পোর্ট লিমিটভুক্ত কর্ণফুলী নেভিগেশনাল চ্যানেল এবং সমুদ্র এলাকায় যৌথভাবে হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীর সমঝোতা স্মারক সই হয়েছে। চট্টগ্রাম বন্দরের আওতা সম্প্রসারিত হওয়ায় চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের কাজের পরিধি বেশ বেড়েছে।এ বিশাল এলাকার কোস্টাল ইকোসিস্টেম, কোস্টাল জোন ম্যানেজমেন্ট, ড্রেজিং সংক্রান্ত বিষয়, কোস্টাল ডেভেলপমেন্ট, নেভিগেশন ইত্যাদি বিষয়ে যৌথ মনিটরিং ও হাইড্রোগ্রাফিক কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি বিভাগ আন্তর্জাতিক মানের চার্ট প্রকাশসহ বিভিন্ন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমে অংশগ্রহণ করে।চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের যে সক্ষমতা রয়েছে তা উভয় সংস্থার এই পারস্পরিক সমঝোতার মাধ্যমে যৌথ জরিপকাজ, কারিগরি সহায়তা, তথ্য আদান প্রদান, প্রশিক্ষণ এবং আনুষঙ্গিক যেকোনো ধরনের সহায়তা প্রদানের বিষয়ে সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান...